রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিএস কোয়ার্টারগুলো অপরাধীদের আখড়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বিএস কোয়ার্টারগুলো অপরাধীদের আখড়া

বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএস কোয়ার্টারগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। রং চটে গেছে, ময়লায় ভরে গেছে। আগাছা জমেছে। খোলা থাকায় কুকুর-বিড়াল ইচ্ছামতো ঘোরাফেরা করে। অভিযোগ উঠেছে, রাতের আঁধারে সেখানে এখন মাদকসেবী আর জুয়াড়িদের আড্ডা বসে। এসব বিএস কোয়ার্টারকে ঘিরে রাতে চুরি আর ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে। সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, সোনাতলায় স্বাধীনতা পরবর্তী সময় ৫টি ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদফতর কৃষকদের কৃষি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়নে ইউনিয়নে নির্মাণ করে বিএস (উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য) কোয়ার্টার। স্বাধীনতা পরবর্তী সময় সংশ্লিষ্ট উপজেলার কৃষি বিভাগে নিয়োজিত বিএসগণ ওই কোয়ার্টারগুলোতে পরিবার পরিজন নিয়ে বসবাস করলেও দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ওই কোয়ার্টারগুলো কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা ব্যবহার না করায় বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কিছু কিছু কোয়ার্টারে বখাটে যুবকদের আনাগোনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে চুরি, ছিনতাই ঘটনা বেড়েই চলেছে।

সর্বশেষ খবর