শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নড়িয়া রক্ষা বাঁধের ২০৭ মিটার ধস

শরীয়তপুর প্রতিনিধি

নড়িয়া রক্ষা বাঁধের ২০৭ মিটার ধস

ভাঙন প্রতিরোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ

পদ্মা নদীতে পানি বৃদ্ধির প্রভাবে শরীয়তপুরের নড়িয়া উপজেলা রক্ষা বাঁধের ২৭ মিটার জুড়ে ধসে পড়েছে। এতে একটি মসজিদ ও ১২টি বসতবাড়িসহ গাছপালা বিলীন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নড়িয়া উপজেলার উত্তর কেদারপুরে এ ভাঙন দেখা দেয়। এতে আশপাশে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৫০টি বসতঘর সরিয়ে নিয়েছে ভাঙন কবলিতরা। বৃহস্পতিবার রাত ও গতকাল সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন। ভাঙন রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, এক সপ্তাহ ধরে পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে নদীতে তীব্র হয়েছে স্রোত। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত নড়িয়া রক্ষা বাঁধের ২০৭ মিটার ধসে পড়েছে। উল্লেখ্য, গত বছর নড়িয়ার আট কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙন ছিল। ভাঙনে ওই এলাকার সাড়ে ছয় হাজার পরিবার গৃহহীন হয়। নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ অসংখ্য স্থাপনা বিলীন হয়ে যায়। ভাঙন ঠেকাতে পানি সম্পদ মন্ত্রণালয় এক হাজার ৯৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন করে।

সর্বশেষ খবর