শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কুঠিবাড়ি ঘিরে বিশেষ পর্যটন জোন

৯৫ ভাগ কাজ সম্পন্ন, বাড়বে পর্যটক ও রাজস্ব আয়

জহুরুল ইসলাম, কুষ্টিয়া

কুঠিবাড়ি ঘিরে বিশেষ পর্যটন জোন

নতুন রূপে সাজছে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি। মূল স্থাপনার বাইরে ভারতের অর্থায়নে নির্মিত হচ্ছে উন্নতমাতের রেস্ট হাউস, আধুনিক লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া কাম ডকুমেন্টেশন সেন্টার, আনসার সেড, উন্মুক্ত মঞ্চ। ইতিমধ্যে এ সব কাজের প্রায় ৯৫ ভাগ শেষ হয়েছে। সব কাজ বাস্তবায়ন হলে শিলাইদহ কুঠিবাড়ি ঘিরে সরকার যে বিশেষ পর্যটন জোন করার উদ্যোগ নিয়েছে তা একধাপ এগিয়ে যাবে। বাড়বে পর্যটক ও রাজস্ব আয়। কুমারখালী উপজেলার শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ি, লালনের আখড়াবাড়িসহ আরও কয়েকটি স্পট ঘিরে বিশেষ পর্যটন নগরী গড়ে তোলার পরিকল্পনা করছে পর্যটন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। এ জন্য পর্র্যটন মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দের পাশাপাশি পর্যটক আকৃষ্ট করতে অবকাঠামো উন্নয়নসহ নানা পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। ভারত সরকারের অর্থ সাহায্যে কুঠিবাড়িতে বেশকিছু অবকাঠামোর কাজ চলমান রয়েছে। রবীন্দ্র গবেষক ও শিল্পী অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতন বলেন, ‘পরিকল্পনা ও সমন্বয়হীনতার শিলাইদহ সেভাবে বিকশিত হতে পারেনি। বিদেশি পর্যটকদের জন্য সুবিধা বাড়াতে হবে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নত করার পাশাপাশি নিরাপত্তার বিষয়ে উদ্যোগ নিতে হবে।’ তিনি বলেন- চলমান উন্নয়ন কাজ বাস্তবায়ন শেষে কুঠিবাড়ির সৌন্দর্য বাড়ার পাশাপাশি পর্যটকরাও পাবেন বিশেষ সুবিধা। বিশেষ করে এতদিন খাওয়া-থাকার যে সমস্যা ছিল সেটা কেটে যাবে। পাশাপাশি লাইব্রেরি ও মিউজিয়াম থেকে তারা জানতে পারবে অনেক কিছু। কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে এ জেলায়। আছে পর্যটনের সব উপাদানও। তাই পরিকল্পনার পাশাপাশি তা বাস্তবায়ন হলে পর্যটনে অন্য জেলাকে ছাড়িয়ে যাবে কুষ্টিয়া।

সর্বশেষ খবর