শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ইয়াবা মজুদ রাখার দায়ে ১৪ বছর কারাদন্ড

নাটোর প্রতিনিধি

ইয়াবা মজুদ রাখার দায়ে ১৪ বছর কারাদন্ড

নাটোরে পাঁচ হাজার পিস ইয়াবা মজুদ রাখার অপরাধে সেলিম শেখ ওরফে সোহাগকে ১৪ বছর কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এই রায় দেন।  অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মাসুদ হাসান জানান, ২০১৭ সালের ১ জানুয়ারি নাটোর শহরের কানাইখালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় ভবনের মালিক ফরিদ রেজার তিনতলা ভবনের নিচ তলার ভাড়াটিয়া সেলিম শেখ ওরফে সোহাগের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  যার আনুমানিক মূল্যে ১৫ লাখ টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা করে পুলিশ। মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল দুপুরে সেলিম শেখ ওরফে সোহাগকে ১৪ বছর কারাদ- দেয় আদালত।  এ সময় আসামি সেলিম শেখ আদালতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর