দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী ‘গ্রামকে শহর’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিটি গ্রামকে উন্নয়নের চাদরে ঢেকে দিয়েছেন। আজ দেশের কোনো গ্রামে কাঁচা রাস্তা নেই। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।
প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন নতুন পদ সৃষ্টি করেছেন। আজ মানুষ না খেয়ে থাকে না। বেকারের সংখ্যা দিন দিন কমছে। উপজেলা পর্যায়ে একটি মাধ্যমিক ও একটি কলেজকে জাতীয়করণ করেছেন। অসাম্প্রদায়িক চেতনা নিয়েই এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ সেই আদর্শে নিয়েই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত- এই লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ সরকার। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান কাউছার, নুরুল ইসলাম, সায়েদুল ইসলাম ভূইয়া বকুল, জলি আমির, আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।