শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বছর ঘুরতেই আগের অবস্থায় সড়ক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বছর ঘুরতেই আগের অবস্থায় সড়ক

সংস্কারের পর বছর ঘুরতে না ঘুরতেই বগুড়ার আদমদীঘি-আবাদপুকুর সড়কে সারে চার কিলোমিটার আগের মতো বেহাল হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথায় সড়ক ভেঙে আবার কোথাও দেবে যান চলাচলে বিঘœ ঘটছে। এই সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার যানবাহন। জানা যায়, আদমদীঘি থেকে আবাদপুকুর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে ৪ কিলোমিটার অংশ আদমদীঘি উপজেলার মধ্যে। ২০১৮ সালে সড়টির সংস্কার কাজ শেষ হয়। আদমদীঘি উপজেলা প্রকৌশলীর তথ্য সূত্রে জানা যায়, এই সাড়ে ৪ কিলোমিটার সড়ক সংস্কার কাজে ব্যয় হয়েছে এক কোটি ৮২ লাখ টাকা। ১২ ফিট প্রস্তের সড়কটি ১৮ ফিটে উন্নিত করার কথা থাকলে তা করা হয়নি। কোথাও কম কোথায় বেশি প্রসস্ত রাখা হয়েছে। নামমাত্র পিচ ব্যবহার করে এবং পুরাতন খোয়া-বালি ও শুরকি দিয়েই সারা হয়েছে ঢালাইয়ের কাজ।এলাকাবাসী জানান, সড়ক সংস্কার কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তৎকালীন উপজেলা প্রকৌশলীর কাছে মৌখিকভাবে দিলেও তিনি কর্ণপাত করেননি।

 আদমদিঘি উপজেলা প্রকৌলশী সাজেদুর রহমান জানান, তৎকালীন উপজেলা প্রকৌশলী কিভাবে কাজটি বুঝে নিয়েছেন তা তার জানা নেই। তিনি বলেন, সড়কের বিভিন্ন জায়গায় দুই পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কটি তারাতারি নষ্ট হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর