সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগী বাড়ছেই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল ইসলাম জানান, গত বুধবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত চার দিনে ৬৭২ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখনো ১০৫ জন ভর্তি রয়েছেন। অন্যরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। ‘পৌরসভার সরবরাহ করা পানি খেয়ে’ ডায়রিয়ায় আক্রান্ত হওয়া অধিকাংশই হরিপুর, ওপর রাজারামপুর, নামোরাজারামপুর ও দ্বারিয়াপুর এলাকার বাসিন্দা। এদিকে আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু কর্নারকে ডায়রিয়া কর্নার ঘোষণা করে চিকিৎসাসেবা দিচ্ছেন ডাক্তার-নার্সরা। হাসপাতালে স্যালাইন সংকট থাকায় জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা রোগীদের জন্য স্যালাইন কিনে সরবরাহ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, ‘আক্রান্ত এলাকার পানি সরবরাহ পাইপের তিনটি লিকেজ সারানো হয়েছে। আশা করা যায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। এছাড়া এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদানসহ প্রচারণা অব্যাহত রয়েছে।’

সর্বশেষ খবর