রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

গুঁড়ো দুধের চা খেয়ে চারজন হাসপাতালে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামে গুঁড়ো দুধ খেয়ে একই পরিবারের চারজন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল এ ঘটনা ঘটে। স্বাস্থ্য কমপ্লেক্স ও অসুস্থদের পরিবার সূত্রে জানা যায়, বড়ধুশিয়া বাজারের আল আমিন স্টোর থেকে শুক্রবার রাতে ওই গ্রামের আব্দুল হালিম ২০ টাকা মূল্যের টুডে গুঁড়ো দুধের প্যাকেট কিনেন। শনিবার পরিবারের লোকজন ওই গুঁড়ো দুধ দিয়ে চা তৈরি করে পান করেন। চা পানের পর হালিমের মেয়ে সোনিয়া, জেরিন, আয়শা ও ছেলে সুজন বমি করতে থাকে এবং পাতলা পায়খানা শুরু হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভিন সুলতানা বড়ধুশিয়া বাজারে গিয়ে আল আমিন স্টোর থেকে ২৫টি টুডে গুঁড়ো দুধ জব্দ করেন। তিনি জানান, ওই কোম্পানির গুঁড়ো দুধের প্যাকেটের গায়ে মেয়াদোর্ত্তীণের তারিখ ঠিক আছে। কেন এমন হলো তা নিশ্চিত করতে জব্দ দুধের প্যাকেট ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে অসুস্থতার কারণ জানা যাবে।

সর্বশেষ খবর