রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কারখানার শ্রমিক পরিবহনে হামলা উৎপাদন ব্যাহত

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরের পটকা এলাকায় প্রোস্টার এপারেলস লি. (চায়না) কারখানায় শ্রমিক বহনকারী পরিবহনে হামলা হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ভয়ে কারখানা ছাড়তে শুরু করেছেন অনেকে। এতে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করছেন কর্তৃপক্ষ। শ্রমিকদের নিরাপাত্তায় কারখানা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় গত ১৮ ও ১৯ নভেম্বর কারখানা কর্তৃপক্ষ পৃথক তিনটি মামলা করেছেন। কারখানার শ্রমিকরা জানান, গত সোমবার রাতে হামলার পর থেকে কারখানার পরিবহন সদস্যরা তাদের বহন করতে যেতে পারছেন না। এজন্য শনিবার হেঁটে কারখানায় আসেন তারা। এদিন পথে তাদের নানা বাধার মুখে পড়তে হয়েছে। কারখানার উৎপাদন ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, কয়েকদিনে আমাদের উৎপাদন কমেছে। সামনে বড় বড় বায়ারদের কাজের সরবরাহ দেওয়ার কথা রয়েছে। সঠিক সময় সরবারহ করতে না পারলে তারা অর্ডার বাতিল করতে পারেন। এতে কারখানা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হবে। গাজীপুর পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার জানান, কারখানা কর্তৃপক্ষের অভিযোগের সত্যতা পেয়ে মামলা নেওয়া হয়েছে। কয়েকজনকে আটকও করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সবাইকেও আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর