রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

লাকসামে জশ্নে জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গতকাল কুমিল্লার লাকসাম দোগাইয়া চাঁদপুর দরবার শরীফ থেকে বিশাল জশ্নে জুলুস বের করা হয়। নেতৃত্ব দেন হযরত মাওলানা সৈয়দ মো. গাজিউল হক চাঁদপুরী (মা. আ.) এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন কেন্দ্রীয় মহাসচিব ডক্টর সৈয়দ মো. রেজাউল হক চাঁদপুরী।

-লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগতিতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস স্থানান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গ্রাহকরা। গতকাল রামগতি উপজেলার পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বিদ্যুৎ সমিতির শতাধিক গ্রাহক।

-লক্ষ্মীপুর প্রতিনিধি

রিকশা বিতরণ

দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিক্ষুকদের মাঝে রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। সভাপতিত্ব করেন ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, আওয়ামী লীগ নেতা বিল্লালুর রশিদ দোলন প্রমুখ।

-দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

জাতীয় পার্টির সম্মেলন

উত্তরখান থানা জাতীয় পার্টির ৪৪ নম্বর ওয়ার্ডের সম্মেলন গতকাল কাঁচকুড়া ভান্ডারী মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন এসএম ফয়সাল চিশতী। বিশেষ অতিথি ছিলেন- বাহাউদ্দিন আহমেদ বাবুল, সুলতান আহমেদগ সেলিম, কাজী আবুল খায়ের। উদ্বোধন করেন মাহমুদুল হাসান আলাল। সম্মেলনে ফাইজুল ইসলামকে সভাপতি, মো. আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক, আবুল কালামকে সিনিয়র সভাপতি, আশরাফুল ইসলাম ভূইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। -টঙ্গী প্রতিনিধি

বৃত্তি প্রদান

কুমিল্লার দাউদকান্দির পৌর সদরের আলআমিন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে গতকাল দুপুরে আব্দুল লতিফ চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজসেবক আরমান চৌধুরী রুবিন। দাউদকান্দি পৌর সভার প্যানেল মেয়র এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী সাওগাত চৌধুরী পিটার, নিজাম উদ্দিন প্রমুখ।

-দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর