রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

নেচে-গেয়ে হাবিপ্রবিতে ‘র‌্যাগ ডে’ উদযাপন

দিনাজপুর প্রতিনিধি

নেচে-গেয়ে হাবিপ্রবিতে ‘র‌্যাগ ডে’ উদযাপন

শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ ডের) আনন্দে মেতে উঠে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাবিপ্রবির ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে এই উৎসব উদযাপন করা হয়। র‌্যাগ ডে উপলক্ষে বেলা সাড়ে ১১টায়

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রের (টিএসসি) সামনে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ও কেক কেটে র‌্যাগ ডের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. হাসানুর রহমান রাজু ও সহকারী পরিচালক মমিন সেখ উপস্থিত ছিলেন। পরে বের হয় শোভাযাত্রা। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের সামনে সারিবদ্ধভাবে ১৩ লেখা ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি হয়। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিস্তম্ভ নির্মাণ, আতশবাজি, ফানুস উড়ানো ও গ্রান্ড ডিনার পার্টি।

সর্বশেষ খবর