রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন

মনোনয়নপত্র বিতরণে অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির সমিতির নির্বাচনে মনোনয়নপত্র বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। মনোনয়নপত্র না পাওয়া মামুন আক্তার এই বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

২০২০ সালের ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানিশংকৈল আংশিক এলাকায় পরিচালক নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে কমিশন। গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র কেনার শেষ দিন। মনোনয়নবঞ্চিত মামুন আক্তারের অভিযোগ, নির্বাচনের দায়িত্বে থাকা এজিএম মাহাবুবুর রহমান মনোনয়নপত্র বিতরণে স্বেচ্ছাচারিতা করেছেন। তিনি বলেন, ‘মাহাবুবুর রহমান আমার শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি দেখতে চাইলে আমি তাৎক্ষণিক ফটোকপি পাঠাই। কিন্তু তিনি মূল কপি দেখতে চান। কিছুক্ষণের মধ্যে মূল সনদপত্র এনে পুনরায় তাকে দিলে তিনি বিলম্ব হয়েছে বলে আমার মনোনয়নপত্র জমা নেননি। এজিএম অন্য প্রার্র্থীর কাছে উৎকোচ নিয়ে এ কাজ করেছেন।’ এজিএম মাহাবুবুর রহমান বলেন, ‘নির্বাচনের নীতিমালা অনুযায়ী সময়মতো মূল সদনপত্র দেখাতে পারেননি মামুন। এ কারণে মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।’ প্রধান নির্বাচন কমিশনার হিমেল পাল জানান, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের অনিয়মের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে।

সর্বশেষ খবর