হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে ফের অস্ত্র উদ্ধার অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাংলাদেশ সেনাবাহীনির একটি যৌথ অভিযানিক দল। গতকাল রাত থেকে এ অভিযানে নামেন র্যাব ও সেনাবাহীনির সদস্যরা। অভিযানে তারা সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করেন।
গতকাল বেলা ২টার দিকে র্যাব-৭ এর সিও লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বিষয়টি জানান।
তিনি জানান, সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরের গহীন জঙ্গল থেকে ১৩টি রকেট লঞ্চার ও কিছু বিস্ফোরক জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে। জানা যায়, শুক্রবার রাতে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উদ্যানের ভিতরে প্রবেশ করেন। পরে রাতভর সেখানে অভিযান চালানোর পর দুপুরের দিকে র্যাব সদস্যরা অরণ্যের ভিতর থেকে বের হন। পরে র্যাবের সিও উল্লিখিত অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।