শিরোনাম
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইঞ্জিন বিকল, দেড় ঘণ্টা ট্রেন বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ দেড় ঘণ্টা বন্ধ থাকে। বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি সরিয়ে নেওয়ার পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সিরাজগঞ্জ সদরের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় গতকাল বেলা সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানান, ঈশ্বরদী থেকে পাথরবোঝাই ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পৌঁছানোর কথা ছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়।

এ সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছিল। সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিনটি সরিয়ে নেওয়ার পর চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর