মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সাত ভাই-বোনই প্রতিবন্ধী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সাত ভাই-বোনই প্রতিবন্ধী

নালিতাবাড়ী উপজেলায় একই পরিবারে বাস করেন সাত ভাই-বোন। তারা সবাই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। ঠিকমতো চোখেও দেখেন না। নালিতাবাড়ী সদর থেকে ২৫ কিলোমিটার দূরে পোড়াগাঁও ইউনিয়নের শমেশ্চুড়া গ্রামে তাদের বাড়ি। এলাকাবাসী জানায়, নালিতাবাড়ী উপজেলার শমশ্চুড়া গ্রামে মৃত ছফর উদ্দিনের ১১ সন্তান। এদের মধ্যে দুই ছেলে ও পাঁচ মেয়ে বাক?, শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী। এ সাত ভাই-বোন হলেন- হাজেরা (৭০), রমিজা বেগম (৬৭), আজগর (৬৪), জয়নাল (৬২), ফাতেমা (৫৮), কুলসুম (৫৫) ও রহিমা (৫২)। বাবা-মা মারা যাওয়ার পর এক সময় এলাকায় তারা ভিক্ষা করতেন। তাদের দেখভাল করেন বড় ভাই মোহাম্মদ আলী (৭৭)। জন্ম থেকে প্রতিবন্ধী এই ভাই-বোনকে নিয়ে ২০০৯ সালে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন সম্প্রচার হয়। তখন পরিবারটিকে সহায়তা দিতে ইসলামিক ফাউন্ডেশনসহ অনেকে এগিয়ে আসেন। ২০১০ ও ২০১১ সালে তাদের দিয়ে টেলিভিশনে আরও দুটি প্রতিবেদন হয়। এরপর দেশ-বিদেশের অনেকে পরিবারটিকে আর্থিকভাবে সহায়তা করে আসছেন। কিন্তু দিন দিন সহযোগিতা কমে আসায় দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি। সরকারিভাবে পাঁচ ভাই-বোন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। এখনো দুজনের ভাতার ব্যবস্থা হয়নি।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর