বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুই শিশুসহ ছয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

দুই শিশুসহ ছয়জন নিহত

চট্টগ্রাম, বগুড়া, নোত্রকোনা ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : নগরের বায়েজিদ এলাকায় গতকাল সকালে প্রাইভেট কারের ধাক্কায় তাসনিয়া আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাবার পেছন পেছন ঘর থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন নগরের ইপিজেড থানার পতেঙ্গা গুপ্তখাল এলাকায় বাস উল্টে হাবিবা (১৯) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। হাবিবা ইউনি গ্রুপ নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। বগুড়া : শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ররোয়া নামক স্থানে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে বসতঘরে ঢুকে যায়। এতে চাপা পড়ে গৃহবধূ কাজলী বেগম (৪০) নিহত হন। তিনি সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামের গহর উদ্দীনের স্ত্রী। এদিকে শেরপুরের ফুলজোড় এলাকায় গতকাল মাটিবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নয় বছরের শিশু জবা খাতুন নিহত হয়েছে। সে একই ইউনিয়নের ফুলজোড় গ্রামের আবদুল জব্বারের মেয়ে। জয়পুরহাট : বাসচাপায় বিউটি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। জয়পুরহাট শহরের যুব উন্নয়ন এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। বিউটি জয়পুরহাট সদর উপজেলার হানাইল বম্বুর বাসিন্দা আবদুল লতিফের স্ত্রী। নেত্রকোনা : সদর উপজেলার সাকুয়া বাজারে গতকাল সন্ধ্যায় বালুবাহী লরিচাপায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জামালপুরের মেলান্দহ এলাকার বাসিন্দা। নেত্রকোনা ব্র্যাক সদর কার্যালয়ে কর্মরত ছিলেন নজরুল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর