বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সড়ক নির্মাণে অনিয়ম প্রতিবাদ করায় হামলা

টাঙ্গাইল প্রতিনিধি

সড়ক নির্মাণে অনিয়ম প্রতিবাদ করায় হামলা

সড়ক ঘেষে মাটি কেটে ব্যবহার করছে নির্মাণ কাজে

টাঙ্গাইলের মির্জাপুরে পাথরঘাটা-তক্তারচালা রাস্তা নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদ করায় হামলার অভিযোগ উঠেছে। এছাড়া ভয়ভীতি দেখিয়ে কৃষকের আবাদি জমির মাটি কেটে সড়কে ব্যবহার করছে বলেও অভিযোগে রয়েছে।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, রাস্তাটি বাস্তবায়নের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ মজিবুর রহমান অ্যান্ড অরনি এন্টারপ্রাইজ (জেভি)। তিন মাস আগে তারা কাজ শুরু করে। প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। শুরু থেকে কাজে নিম্ন মানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠে। বিটুমনি ব্যবহারেও ব্যাপক কারচুপি করায় এলাকাবাসী প্রতিবাদ জানায়। গত সোমবার বিকালে এ নিয়ে এলাকাবাসী ও ঠিকাদারের লোকজনের সঙ্গে বাকবিতন্ডা হয়। পরে ঠিকাদারের লোকজন প্রতিবাদকারী কয়েকজনকে মারপিট করে। রাস্তার উন্নয়ন কাজ দেখভালের দায়িত্বে থাকা মির্জাপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, রাস্তাটিতে নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে। সৈয়দ মজিবুর রহমান অ্যান্ড অরনি এন্টারপ্রাইজের ঠিকাদার হিকমত মিয়া নিম্ন মানের কাজের কথা অস্বীকার করে বলেন, ‘সোমবার এলাকাবাসী এবং তার প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অপ্রত্যাশিত।’ মির্জাপুর উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘ঠিকাদার শুরুতে নিয়মমাফিক কাজ করেছে। কয়েকদিন আমি অসুস্থ থাকার সুযোগে নিম্ন মানের কাজ করছে বলে জানতে পেরেছি। যেখানে নিম্ন মানের কাজ করা হয়েছে সেখানে পুনরায় কাজ করানো হবে।’

সর্বশেষ খবর