বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

চাঁদপুরে ঠান্ডাজনিত রোগে তিন দিনে ১১ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সরকারি ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ রোগে এ জেলায় ২১ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য আটজন বয়স্ক নারী ও পুরুষ। এ ছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। জরুরি বিভাগসূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানান, ২৪ ডিসেম্বর ২৭০ জন ভর্তি হওয়া রোগীর চিকিৎসা চলেছে। ওইদিন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৮০৯ জন। শয্যাসংকটে শিশুদের মেঝেতে রাখা হচ্ছে। হাসপাতালের কর্তব্যরতরা জানান, ২১ থেকে ২৩ ডিসেম্বর স্ট্রোকে মারা যান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রুহুল আমিন (৫৫), নোয়াখালীর কোম্পানিগঞ্জের শ্রুতি বিশ্বাস (৫৬), চাঁদপুর সদর উপজেলার শামছুল হক মিজি (৬০), ফরিদগঞ্জের শহিদুল্লাহ পাটওয়ারি (৭৫), সদরের কুলছুমা (৬৫), শাহতলীর হনুফা বেগম (৯০), লক্ষ্মীপুরের মনির আহমদ (৯৫), চাঁদপুর শহরের আলী হোসেন (৭০)। এ ছাড়া চাঁদপুর শহরের জনৈক জাহাঙ্গীরের মেয়ে শিশু তামান্না, সদর আশিকাটি হোসেনপুরের ঝন্টুর ছেলে পাঁচ দিনের শিশু বাবু, মতলব দক্ষিণ উপজেলার পবনের এক বছর বয়সী শিশু আপন মারা গেছে। চলতি সপ্তাহে শৈত্যপ্রবাহে দেশের বিভিন্ন স্থানের মতো চাঁদপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়।

সর্বশেষ খবর