মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

২০১৮ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা!

নীলফামারী প্রতিনিধি

এসএসসি পরীক্ষার প্রথম দিন গতকাল নীলফামারীতে ৯৮ জন পরীক্ষার্থী ২০১৮ সালের প্রশ্নপত্রে প্রায় দেড় ঘণ্টা পরীক্ষা দিয়েছে। পরে ২০২০ সালের প্রশ্নপত্রে তাদের পরীক্ষা নেওয়া হয়। জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে এ ঘটনা ঘটে। পুরনো সিলেবাসের একজন পরীক্ষার্থী ছিল এখানে। তার জন্য একশ’র বেশি প্রশ্নের প্যাকেট পাওয়া যায় কেন্দ্রে। সেটি পরীক্ষা শুরুর সময় বিতরণ করা হয়। এই প্রশ্ন নিয়ে এক ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা দেয় অন্যরাও। পরে পরীক্ষার্থীরা বিষয়টি সংশ্লিষ্টদের জানায়। কেন্দ্রসচিব মাহাফিজুর রহমান বলেন, এখানে একজন পুরনো সিলেবাসের পরীক্ষার্থী ছিল। তার জন্য এক প্যাকেটে প্রশ্ন আসে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় শিক্ষার্থীদের ২০১৮ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। প্রায় ৩০ মিনিট পরীক্ষা চলার পর ভুল প্রশ্নপত্র সরবরাহের বিষয়টি নজরে এলে পরীক্ষার্থীদের কাছ থেকে তা তুলে নিয়ে ২০২০ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। ইউএনও জানান, ওই সব শিক্ষার্থীর ফলে যাতে বিপর্যয় না হয় সে কারণে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে। এছাড়া ওই কক্ষে দায়িত্বরত শিক্ষকদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর