শিরোনাম
বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

হাত গাড়ি জীবাণুমুক্ত করার ব্যবস্থা

গ্রামে প্রবেশমুখে ব্যারিকেড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গ্রামে ঢোকার মুখে বাঁশের ব্যারিকেড। এর পাশেই একটি বেসিন। বেসিনের ওপর রাখা তিনটি বোতল। এর একটি হাত ধোয়া এবং শরীরে স্প্রে করার, অন্য দুটি গাড়ি জীবাণুমুক্ত করার। বেসিনের পানির ড্রামের ওপর সাঁটানো একটি নোটিস। যাতে লেখা ‘প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। একটি বিশেষ ঘোষণা। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাণঘাতী ভাইরাস করোনার আতঙ্ক বিশ্বজুড়ে। তাই গ্রামের ভাই-বোনদের জানানো যাচ্ছে, আপনারা সকলে ঘরে অবস্থান করুন। অপ্রয়োজনে ঘুরাঘুরি করবেন না। গ্রামের মূল রাস্তায় জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং গ্রাম থেকে বাহির হওয়ার সময় ও প্রবেশের সময় জীবাণুনাশক স্প্রেটি ব্যবহার করুন। যদি কেউ গাড়ি নিয়ে আসা-যাওয়া করেন তবে উক্ত স্প্রে দিয়ে আপনার গাড়িটিও স্প্রে করবেন। কাজটি নিজে করুন এবং অন্যকেও উৎসাহিত করুন।’ করোনা পরিস্থিতিতে সচেতনতা সৃষ্টি করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জালশুকা গ্রামের যুবকদের এই ব্যবস্থা। গত রবিবার বিকালে এই কার্যক্রম চালুর আগে ২৪ মার্চ নিজের গ্রাম ও আশপাশের এলাকায় জীবাণুনাশক স্প্রে করেছে তারা। যুবকদের একজন রেজাউল হক বুলু। তিনি জানান, গ্রামে আসা-যাওয়ার সময় সবাই যেন জীবাণুমুক্ত হতে পারে সে জন্য এই ব্যবস্থা। বড়াইল ইউনিয়নের এই গ্রামটিতে আড়াই হাজার লোকের বাস। এই মুহূর্তে গ্রামে ৫ জন প্রবাসী রয়েছেন। তাদের মধ্যে একজন ইতালি থেকে আসা।

 বুলু জানান, ইতালি প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাকি ৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হলেও তারা অবাধে ঘুরাফেরা করছেন না। তাছাড়া গ্রামের বাসিন্দা যারা ঢাকা এবং অন্যান্য জায়গা থেকে এসেছেন তাদের আমরা সচেতন থাকার অনুরোধ করছি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গ্রামের হাট-বাজারে সবধরনের দোকানপাট খোলা থাকছে সরকারি বিধিনিষেধ অমান্য করে। সেখানে লোক সমাগমও হচ্ছে।

সর্বশেষ খবর