রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বত্রিশ বছর ধরে পরিত্যক্ত সড়ক, জনদুর্ভোগ চরমে

মাদারগঞ্জ প্রতিনিধি

বত্রিশ বছর ধরে পরিত্যক্ত সড়ক, জনদুর্ভোগ চরমে

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের চর চাঁদপুর ভায়া উত্তর গাবের গ্রাম (২ নং ওয়ার্ড) শাখা সড়কটি বত্রিশ বছর ধরে পরিত্যক্ত। ১৯৮৮ সালের বন্যায় সড়কে একটি বিশাল গর্ত হওয়ার পর থেকেই এই সড়ক দিয়ে লোক চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসী জানায়, এই সড়ক দিয়ে পৌরসভাসহ তিনটি ইউনিয়নের দশ গ্রামের প্রায় বিশ হাজার মানুষ চলাচল করত। ৮৮ সালের বন্যায় এই সড়কের ডা. ইসাহাক আলীর বাড়ি এলাকায় একটি গর্ত তৈরি হয়। গর্ত হওয়া ওই স্থানটি ভরাট বা ১টি ব্রিজ নির্মাণ করা হলে চরবওলা, চরচাঁদপুর, চরগাবের গ্রাম, বালিজুড়ী, মির্জাপুর, শুভগাছা, বীর পাকেরদহ, চরনগর, চরপাকেরদহ, বনচথলিয়া গ্রামের লোকজন মাদারগঞ্জে গাবের গ্রাম বাজার, মাতৃসদন, সরকারি কলেজ ও বগুড়া জেলাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। সড়কটি দীর্ঘদিন থেকে পরিত্যক্ত থাকায় গ্রামের লোকজনকে প্রায় ৬ কিলোমিটার পথ ঘুরে বিকল্প পথ দিয়ে যাতায়াত করতে হয়। এতে সময় ও অর্থ খরচ হয় বেশি। চরচাঁদপুর গ্রামের প্রভাষক আছাদুল্লাহ বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া এই সড়কে লাগেনি। একই গ্রামের ইউপি সদস্য ডা. ইছাহাক আলী বলেন, এই গর্ত ও পাশে একটি খালে সারা বছর পানি কাদা থাকায়, প্রতি বছর দুটি ঈদে মাঠে নামাজ পড়া এবং জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে ভোট দিতে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির বলেন, বিষয়টি তিনি সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপিকে অবহিত করেছেন। ক্ষতিগ্রস্ত স্থানে একটি ব্রিজ ও তার পাশেই খালের ওপর আরও একটি ব্রিজের বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন। দ্রুত সময়ের মধ্যেই তিনি একটি ব্যবস্থা করবেন।

সর্বশেষ খবর