শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

১৫০০ শিক্ষক চার মাস ধরে বেতন পাচ্ছেন না

দিনাজপুর প্রতিনিধি

ইসলামী ফাউন্ডেশনের আওতায় দিনাজপুর জেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ১৫০০ শিক্ষক-শিক্ষিকা গত ৪ মাস ধরে বেতনভাতা না পাওয়ায় চরম মানবেতর দিন যাপন করছেন বলে জানা গেছে। করোনায় বর্তমান সংকটময় পরিস্থিতির মধ্যে শিক্ষকরা বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে দুর্দিনের মধ্যে দিন যাপন করছেন। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জবায়দুর রহমান জানান, ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষকদের বকেয়া বেতনভাতা পরিশোধ করা হলেও ২০২০ সালের জানুয়ারি থেকে বর্তমান এপ্রিল পর্যন্ত ৪ মাসের বেতন ভাতা না দেওয়ায় উক্ত প্রকল্পের শিক্ষক-শিক্ষিকারা পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করছে। তিনি আরও জানান, দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় প্রায় ১৫০০ স্কুলের ১৫০০ শিক্ষক-শিক্ষিকা ধর্মীয় শিক্ষার পাশাপাশি গণশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখছেন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।  এ ব্যাপারে ইসলামী ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মো. রাজিউর রহমান জানান, ২০১৯ সালে এই প্রকল্পটি শেষ হওয়ার কারণে বেতন পাচ্ছেন না তবে নতুন প্রকল্প চালু হলে, তারা বকেয়া বেতন পাবেন।

সর্বশেষ খবর