বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

১২ হাজার লোককে সহায়তা দিল শেরপুর জেলা পুলিশ!

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে ১২ হাজার  দরিদ্র ও করোনার কর্মচ্যুত মানুষের মধ্যে বাড়িতে বাড়িতে গিয়ে খাবার সহায়তা পৌঁছে দিয়েছেন। এ ছাড়া চিকিৎসা সামগ্রী ও মাস্ক দিতে পেরেছেন জেলা ও উপজেলার আরও কয়েক হাজার মানুষকে। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের সঙ্গে ব্যাপক সমন্বয় করে লকডাউনে থাকা অসংখ্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও ভয় দূর করতে পুলিশ সদস্যরা সহায়তা বাড়িয়ে সাধারণ মানুষের পাশে থাকছেন। এ ছাড়া জেলা পুলিশের সদস্যরা ’৭১ সালে যুদ্ধে ক্ষতিগ্রস্ত শেরপুরের নালিতাবাড়ীর বিধবা পল্লী, ঝিনাইগাতির জগৎপুর, ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ বেশ কিছু স্পর্শ কাতর স্থানের খবর রাখেন শেরপুরের জেলা পুলিশ। ফোন আসলেই পুলিশের পক্ষ থেকে খাবার পৌঁছানো হচ্ছে। গভীর রাতেও পুলিশকে সমস্যাগ্রস্ত মানুষের বাড়িতে দেখা গেছে। বিশেষ সুবিধা দেওয়া হয়েছে- প্রতি থানায় এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি এবং হতদরিদ্র ব্যক্তিদের। খাবার, চিকিৎসা ইত্যাদিসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে ওই সব জনগণকে। মানুষকে ঘরে রাখতে পুলিশের হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। শহরের অলিগলি, গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও হ্যান্ড মাইক দিয়ে করোনা সংক্রান্ত প্রচারে দেখা গেছে পুলিশ সদস্যদের। নানা মাধ্যমে সমস্যায় থাকা অনেক মানুষের মধ্যেও অতি গোপনে সহায়তা পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে কৃষক ও শ্রমিক যাতে কোনো অবস্থাতেই করোনা সচেতনতায় দৃঢ় থাকে সে জন্য পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা।

সর্বশেষ খবর