বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নিরাপত্তাহীনতায় একটি পরিবার

ফরিদপুর প্রতিনিধি

বাছুরে খেতের আখ খাওয়ায় ফরিদপুরে একটি সংখ্যালঘু পরিবারে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তারা কুপিয়ে ও পিটিয়ে ওই পরিবারের চারজনকে আহত করেছেন। আহত সুরেশ পাল (৪৫) ও তার ছোট ভাইয়ের স্ত্রী সুস্মিতা পালকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুরের পালপাড়ায় এ ঘটনায় ঘটেছে গত রবিবার সন্ধ্যার পর। এরপর থেকে থানায় জানানোর কারণে ওই পরিবারকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে। নির্যাতিত ওই পরিবারের পক্ষ হতে ঘটনার পর কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলমকে বিষয়টি জানানো হয়। এরপর ওসির নির্দেশে লিখিত অভিযোগ দেওয়া হয় থানায়। তবে বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা না হওয়ায় শঙ্কিত পরিবারটি। আহত সুরেশ পালের ভাই জিতেন পাল বলেন, গত রবিবার বিকালে তাদের বাছুর সলেমান বেপারীর আখ খেতের কয়েকটি পাতা খায়। এ নিয়ে সলেমান বেপারী তার ভাই জগদীশের ওপর চড়াও হয়ে শাসাতে থাকে। এরপর মিজান বেপারী, রানা বেপারী, হৃদয় বেপারী ও সুজায়েতসহ আরও কয়েকজন বাড়িতে হুমকি দিতে থাকে। সন্ধ্যার পর দলবল সহকারে এসে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা সুরেশ পালের মাথায় রামদা দিয়ে কপালে কোপ দেয়। আর সুস্মিতা পালের পায়ে হকিস্টিক  দিয়ে পিটিয়ে আহত করে। সুরেশ পালের স্ত্রী সবিতা পাল (৪০) ও ছেলে সমীর পালকে (১৮) পিটিয়ে আহত করে। জিতেন পাল বলেন, তাদের থানায় মামলা করলে এলাকাছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম বলেন, লিখিত অভিযোগে একজন পুলিশ কর্মকর্তাকে দিয়ে বিষয়টি তদন্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর