বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বন্ধ স্বর্ণশিল্প, বেকার ২০০ কারিগর

মেহেরপুর প্রতিনিধি

করোনাভাইরাসের প্রভাবে মেহেরপুরের স্বর্ণশিল্প বন্ধ। স্বর্ণশিল্পর সঙ্গে জড়িত ২০০ কারিগর বেকার হয়ে পড়েছেন। দীর্ঘদিন কাজ বন্ধ আবার সরকারি-বেসরকারি কোনো সাহায্য-সহযোগিতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। ২০১০ সালের দিকে মেহেরপুর কাঁশারিপাড়ায় বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি নিয়ে শতাধিক স্বর্ণশিল্পের কারখানা গড়ে ওঠেছে। এসব কারখানায় স্বর্ণের নাকফুল, কানের দুলসহ স্বর্ণের ছোট ছোট বিভিন্ন অলঙ্কার তৈরি করে মেহেরপুরসহ পাশর্^বর্তী জেলার বিভিন্ন স্বর্ণের দোকানে পাইকারি সরবরাহ করা হয়। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে এ শিল্প বন্ধ হয়ে যাওয়ায় তারা বেকার হয়ে পড়েছেন। মেহেরপুর কারিগর সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ পাভেল বলেন, মেহেরপুরে সরকারিভাবে ইজিবাইক চালক, মোটর শ্রমিক ইউনিয়ন, রাজমিস্ত্রি সমিতিসহ বিভিন্ন সমিতিকে সরকারি বরাদ্দ খাদ্য সহযোগিতা প্রদান করা হয়েছে। কিন্তু আমাদের পাশে কেউ কোনো সহযোগিতা নিয়ে আসেনি। এখানে অনেক কারিগর রয়েছেন যাদের বাড়ি মেহেরপুর জেলার বাইরে। তারা কোনো আত্মীয়স্বজন বা কাউরির কাছ থেকে কোনো সহযোগিতা নিতে পারছে না। আমরা যেমন সরকারের রাজস্ব আয়ে ভূমিকা রাখছি তেমনি সরকার এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়াবে বলে আমরা আশা করছি।

সর্বশেষ খবর