বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মাথা ন্যাড়ার হিড়িক!

দিনাজপুর প্রতিনিধি

মাথা ন্যাড়ার হিড়িক!

জেলার নবাবগঞ্জসহ বিভিন্ন উপজেলায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে মাথা ন্যাড়া করার হিড়িক পড়ে গেছে। কিন্তু এর পক্ষে একেকজনের কাছে একেকরকম যুক্তি। কেউ কেউ বলছেন, সেলুন বন্ধ থাকার কারণে নিজের চুল নিজে কাটা সম্ভব নয়। তাই একেবারে ন্যাড়া করে ফেলছেন। আবার কেউ বলছেন, চুল বড় হলে সর্দি-ঠান্ডা লাগে। এ থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছেন। আবার কেউ বলছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে গেলে সেলুন দোকানে যাওয়া যাবে না। নবাবগঞ্জের মাহমুদপুর, ভাদুরিয়া, শালখুর, পুঁটিমারা ও কুশদহসহ কয়েক ইউনিয়নে এ চিত্র দেখা গেছে। এছাড়াও মাহমুদপুর ইউপির কাঁঠালপাড়া নামক একটি গ্রামে একসঙ্গে ৫০-৬০ জনের মাথা ন্যাড়া করার চিত্র দেখা গেছে। নবাবগঞ্জের মাহমুদপুর ইউপির অধিকাংশ পাড়া-গ্রামে হঠাৎ করেই মাথা ন্যাড়া করার হিড়িক দেখা গেছে। এর থেকে বাদ যায়নি শিশু-কিশোর ও বৃদ্ধরাও। দিনাজপুর সদর উপজেলার উপশহর এলাকার অনেক বাড়িতে এই ন্যাড়া হওয়ার প্রবণতা দেখা গেছে। ন্যাড়া সাদেকুল ইসলাম বলেন, করোনার কারণে সেলুন বন্ধ। এখন চুল বড় হয়ে গেছে। চুল কাটাব কোথায়? তাই মাথা ন্যাড়া করে ফেলেছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর