বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা আর রোজাকে পুঁজি করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

করোনার প্রভাব ও রোজাকে পুঁজি করে দু’সপ্তাহের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। গতকাল সকালে শহরের তহাবাজার ঘুরে দেখা যায়, করোনার প্রভাব ও রোজাকে সামনে রেখে আদা, দেশি রসুন, মটর ডাল, মশুর ডাল, মাসকলাইয়ের ডাল ও  মুগ ডালের দাম বেড়ে গেছে। গত সপ্তাহে আদার কেজি ছিল ১১০ থেকে ১৩০ টাকা। কিন্তু বর্তমানে এক লাফে ২০০ টাকা কেজি দরে বিক্রি  হচ্ছে। দেশি রসুন ৬০  টাকা থেকে বেড়ে ১৪০ টাকায়, মটর ডাল মাস খানেক আগে ছিল ৬০ টাকা তা বেড়ে দাঁড়িয়েছে কেজি প্রতি ১১৫ টাকায়, মশুরের ডাল ছিল ৫৫ টাকা, তা বেড়ে হয়েছে ৮৫ টাকা, মাসকলাইয়ের ডাল ৮০ টাকা থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকায় এবং মুগ ডাল ছিল ৮০ টাকা, তা বেড়ে হয়েছে ১৪০ টাকা।  হঠাৎ দাম বাড়ার বিষয়ে খুচরা ব্যবসায়ীরা জানান, করোনার প্রভাবে বাজারে আটা, আদা, রসুন ও বিভিন্ন ডাল সরবরাহ কম থাকায় দাম বাড়ার অন্যতম কারণ। এছাড়া করোনা আতঙ্কে যেসব ব্যবসায়ী চাহিদানুযায়ী রসুন ও আদা ক্রয় করে রেখেছিলেন তা কমতে থাকার কারণেই দাম বেড়ে গেছে। এরপর তো আসন্ন রমজান রয়েছে। বাজারে ক্রয় করতে আসা বেলাল হোসেন নামে এক  ক্রেতা বলেন, করোনাকে পুঁজি ও রোজাকে সামনে রেখে এক শ্রেণির ব্যবসায়ী এ সুযোগকে কাজে লাগিয়ে একের পর এক পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। দেশে এ দুর্যোগ মুহূর্তে মানুষকে জিম্মি করে মুনাফালোভী ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াচ্ছে তাদেরকে ছাড় দেওয়া উচিত নয়। তাদের অভিযোগ  বাজারে মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা এ ধরনের সুযোগ নিচ্ছে। আরেক ক্রেতা সাদেকুল ইসলাম বলেন, করোনা নিয়ে সবাই আতঙ্কে রয়েছে, এছাড়া রমজান সামনে চলে আসায় এ সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আদা, রসুন, তেল ও ডালের দাম বাড়াচ্ছে। ফলে ক্রেতাদের মধ্যে স্বস্তি নেই। বাজারে প্রশাসন অভিযান চালালে দাম সহনীয় পর্যায়ে আসবে। এ চক্রকে চিহ্নিত করে প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। এ ব্যাপারে জেলা প্রশাসক এ জেড নূরুল হক জানান, সরবরাহে কোনো রকমের ঘাটতি নেই। এ ক্ষেত্রে ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর