শিরোনাম
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সহকর্মীর শ্বাসকষ্ট, আতঙ্কে পুলিশ সদস্যদের থানা ত্যাগ

হবিগঞ্জ প্রতিনিধি

সহকর্মীর শ্বাসকষ্ট, আতঙ্কে পুলিশ সদস্যদের থানা ত্যাগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা ভবন -বাংলাদেশ প্রতিদিন

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে এক কনস্টেবল শ্বাসকষ্টে ভুগছেন। বুধবার তাকে সদর আধুনিক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। এতে করোনা আক্রান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে থানায়। আতঙ্কে পুলিশ সদস্যরা থানা ত্যাগ করেন। এ অবস্থায় যেন কাজ বন্ধ না থাকে সেজন্য থানার পুলিশকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক অংশ স্থানীয় শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে থানার কার্যক্রম পরিচালনা করছেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, থানার একজন কনস্টেবল শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেশি হওয়ায় তাকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত নন। সন্দেহজনক হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। তিনি বলেন, থানার কাজের সুবিধার্থে কর্মীদের দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। যদি কেউ সংক্রমিত হন তা হলে যেন অন্য একটি অংশ থানার কাজ চালিয়ে রাখতে পারে সেজন্য থানা থেকে একটি অংশ কমিউনিটি সেন্টারে আনা হয়েছে।

তারা দুই-তিন দিন ধরে দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করছেন।

সর্বশেষ খবর