রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনার ভয়াবহতার মধ্যেও নানা সামাজিক অপরাধ

ঘটছে খুন ধর্ষণ চাল চুরির ঘটনা

কিশোরগঞ্জ প্রতিনিধি

করোনার ভয়াবহতার মধ্যেও কিশোরগঞ্জে একের পর এক সামাজিক অপরাধ ঘটে চলছে। খুন, ধর্ষণ, নির্যাতন, ত্রাণের চাল চুরি থেকে শুরু করে ছোটখাট ঝগড়াঝাটি লেগেই আছে। সবচেয়ে লোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে করিমগঞ্জে। ১০ বছরের শিশু শাহীনুরকে চুরির অপবাদ দিয়ে উল্টো করে ঝুলিয়ে পায়ুপথে গরম ডিম দিয়ে নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, তার মুখে গরম আলু ঢুকিয়ে নাক-মুখ গামছা দিয়ে বেঁধে বেদম পেটানো হয়। ঘটনাটি ঘটে গত ১৩ এপ্রিল রাতে করিমগঞ্জ উপজেলার গুণধর বাজারে। পুলিশ নির্যাতনকারী দোকানদার মানিক হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। সবশেষ গতকালও বাজিতপুরে এক ব্যক্তি খুন হয়েছেন। এছাড়া শুক্রবার সন্ধ্যার দিকে কাজ দেওয়ার কথা বলে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় তিনজন গ্রেফতার হয়েছে। এদিকে হোসেনপুরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে জীবন (২৫) নামে এক যুবক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। জীবন গণমান পুরুড়া গ্রামের আব্দুল মোতালিবের ছেলে। ঘটনাটি ঘটেছে ৮ এপ্রিল গোবিন্দপুর চৌরাস্তা এলাকায়। এছাড়া অষ্টগ্রাম উপজেলার কদমচাল গ্রামে গত ৪ এপ্রিল সকালে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন। অপরদিকে দুর্যোগ পরিস্থিতির মধ্যেও ত্রাণের চাল চুরির ঘটনা ঘটছে অহরহ। করিমগঞ্জ, তাড়াইল, হোসেনপুর, বাজিতপুর, কটিয়াদীসহ বিভিন্ন স্থানে চাল চুরি হয়েছে। এর সঙ্গে  ডিলার, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের জড়িত থাকার খবর পাওয়া গেছে। এ সব ঘটনায় গ্রেফতারও হয়েছেন অনেকে।

সর্বশেষ খবর