রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রাত পোহালেই ছুটছে মানুষ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

রাত পোহালেই ছুটছে মানুষ

সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের দুটি ব্যাংকের নিচে সামাজিক দূরত্ব না মেনে গ্রাহকের ভিড়। গত বৃহস্পতিবার তোলা ছবি -বাংলাদেশ প্রতিদিন

প্রাণঘাতী করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সরকারি নির্দেশনা মানছে না কেউ। মানা হচ্ছে না সমাজিক দূরত্বও। হাট-বাজারে বাড়ছে মানুষের ভিড়। রাত পোহালেই প্রয়োজনে-অপ্রয়োজনে ছুটছে মানুষ। সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলাজুড়ে চলে মানুষের ছুটাছুটি। মানুষকে ঘরে ফেরাতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। সরেজমিন দেখা যায়, প্রতিদিন সকাল হতেই উপজেলা সদরসহ হাট-বাজারে বাড়ছে লোকসমাগম। ব্যাংক, মাছ বাজার ও কাঁচাবাজারে উপচেপড়া ভিড়। ঠুনকো অজুহাতে বাহিরে আসছে মানুষ। কোথাও কেউ মানছে না সামাজিক দূরত্ব। নিত্যপণ্য ছাড়াও অনেকে খুলেছেন অন্য ব্যবসাপ্রতিষ্ঠান। ফুটপাতে চলছে রমরমা বাণিজ্য। জনসমাগম রোধে শুরুতে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে নিত্যপণ্য ছাড়া বন্ধ ছিল সব। বাজারে কমে আসছিল মানুষের উপস্থিতি। কিন্তু গত কয়েকদিনে অনেকটা আগের মতো বাজারে দেখা গেছে মানুষের ভিড়। এতে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামীম মুসা বলেন, মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, অপ্রয়োজনে ঘুরাফেরা করায় শনিবারও দুজনকে জরিমানা করা হয়েছে। একটি জুতার দোকান ও ক্রোকারিজ প্রতিষ্ঠানকেও করা হয়েছে জরিমানা। লোকজনকে সচেতন করতে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর