রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চাঁপাইয়ে বেকার ১০ হাজার দোকান কর্মচারীর দুর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১০ হাজার দোকান কর্মচারী-শ্রমিক বর্তমানে বেকার হয়ে পড়েছেন। এ সব শ্রমিক-কর্মচারী জেলা-উপজেলার বিভিন্ন ব্যবসা, কলকারখানায় কর্মরত ছিলেন। সরকারি নির্দেশে জেলার মাঝারি শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অন্যদিকে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের দোকান ভাড়াসহ কর্মচারীদের বেতন ও বিদ্যুৎ বিল ভাবিয়ে তুলছে। জানা গেছে, করোনার প্রভাবে গত ২৬ মার্চ থেকে চাঁপাইনবাবগঞ্জে সব বিপণি বিতান, মাঝারি ও  ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান বন্ধ রয়েছে। এতে করে মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ায় জেলায় প্রায় ১০ হাজার দোকান কর্মচারী বেতন পাচ্ছেন না। ফলে মারাত্মক প্রভাব পড়েছে তাদের জীবন-জীবিকায়। চাঁপাইনবাবগঞ্জ শহরের সেন্টু মাকের্টের রাজশাহী কসমেটিক্সের মালিক জসিম উদ্দিন জানান, প্রতি মাসে দোকান ভাড়া দিতে হয় ১০ হাজার টাকা। গত মাসের ২৬ তারিখ থেকে এখন পর্যন্ত দোকান বন্ধ রয়েছে। এদিকে দোকান ঘরের মালিক তাগাদা দিচ্ছেন ভাড়া পরিশোধের। এছাড়া মোশরারফ গার্মেন্টস’র মালিক মোশাররফ হোসেন জানান, সরকারের নির্দেশে দোকান বন্ধ রাখা হয়েছে। কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন মার্চ মাসে দেওয়া হয়েছে। কিন্তু মার্চ মাসের বেতন দিতে পারেননি তিনি।

সর্বশেষ খবর