রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

‘স্বাস্থ্যসচিব মিথ্যাচারী’ বলায় নোয়াখালীতে ডাক্তারকে শোকজ

নোয়াখালী প্রতিনিধি

দেশের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত সরঞ্জাম রয়েছে- প্রধানমন্ত্রীকে এরকম বলাটা ছিল স্বাস্থ্যসচিবের মিথ্যাচার। ফেসবুকে এ ধরনের মন্তব্য করার মধ্যদিয়ে সরকারি কর্মচারী বিধি লঙ্ঘন করা হয়েছে। এজন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ তিন দিনের মধ্যে ব্যাখ্যা করার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের ডাক্তার আবু তাহেরকে গতকাল দুপুরে চিঠি দেওয়া হয়েছে। ১৬ এপ্রিল  ফেসবুকে এই স্ট্যাটাসের জন্য গতকাল (আজ শনিবার) দুপুরে ডা. আবু তাহেরের কাছে কৈফিয়ত চেয়ে চিঠি ইস্যু করেন পাঠিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরী।  ডা. আবু তাহের জানান, তিনি ফেসবুকে যা বলেছেন তা শতভাগ সত্য। মিথ্যা প্রমাণিত হলে তিনি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত। ডা. আবু তাহের তার ফেসবুক ওয়ালে চিকিৎসা পরিস্থিতি বর্ণনাকালে লিখেছিলেন, ‘রোগীর সবচেয়ে কাছ  থেকে আমি চিকিৎসা দেই। গত ১ মাসে প্রতিদিন হাসপাতালে গিয়েছি। এখন পর্যন্ত আমিসহ আমার ডিপার্টমেন্ট এর কেউ ১টিও এন৯৫/ কেএন৯৫/এফএফপি-২ মাস্ক পাইনি। তাহলে স্বাস্থ্যসচিব মিথ্যাচার কেন করলেন যে উনি এন৯৫ ইকোয়েভেলেন্ট মাস্ক দিচ্ছেন? এই মিথ্যাচারের  কি শাস্তি হবে?’ ডা. তাহের আরও লিখেছেন, ‘আমাদের অনেকে আজ আপনাদের এসব মিথ্যাচার এর কারণে আক্রান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এরকম অনেক মিথ্যা প্রস্তুতির নাটক সাজিয়ে হাজার কোটি টাকা লোপাট করছে কিছু লুটেরারা দল।’

সর্বশেষ খবর