মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

জগন্নাথপুরে আলু সেদ্ধ ও মুড়ি খেয়ে দিন যাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি

মহামারী করোনাভাইরাসে সারা পৃথিবী আজ স্তব্ধ।  থেমে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।  বেকার হয়ে পড়েছে খেটে খাওয়া অসহায় মানুষ।  তেমনি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ১ নং ব্লকের প্রায় ৪০০ পরিবার যার অধিকাংশই রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর। স্থানীয় বাসিন্দা জরিনা বলেন, আমার ছেলে জহিরুল মিস্ত্রির কাজ করে। কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা খুব কষ্টে আছি। কুলসুম জানান, তার স্বামী ভ্যানচালক কাজ বন্ধ হয়ে যাওয়ায় তারা খেয়ে না খেয়ে দিন পার করছেন। হামিদা আক্তার জানান, তিনি প্রাইভেট পড়িয়ে চলতেন, প্রাইভেট বন্ধ হওয়ায় খুব কষ্টে আছেন। সবচেয়ে কষ্টকর পরিস্থিতি এলাকার রিকশাচালক মংলুর। গত তিন দিন ধরে তার পরিবার শুধু আলু সেদ্ধ করে খেয়ে ছিল। তিন দিন পর এলাকায় এক শিশুর মৃত্যুর মিলাদের দাওয়াতে ভাত দেখে তিনি হাউমাউ কওে কেঁদে ওঠেন। তিনি আরও বলেন, প্রয়োজনে আত্মহত্যা করব তবুও কারও কাছে হাত পাতব না।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান  সেলিমকে অবহিত করলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি মর্মান্তিক। আমি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর