মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় হচ্ছে ৩০০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভারত থেকে বগুড়ায় ফেরত আসাদের জন্য ৩০০ শয্যার কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য শহরের ফুলবাড়িস্থ সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবন (পুরনো ভবন) পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেখানে ৩০০ শয্যা বসানোর কাজ শুরু হয়েছে। বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতে আটকা পড়া বাংলাদেশিদের আগামী ২৫ এপ্রিল থেকে দেশে ফেরত আনা শুরু হবে। আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে যারা বগুড়া জেলার বাসিন্দা তাদের সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবন (পুরনো ভবন) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে। নতুন বিল্ডিংয়ের ১০টিসহ মোট ১৪টি কক্ষকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার কাজ চলছে। কোয়ারেন্টাইনে থাকাকালে তাদের রান্নার জন্য ব্যবস্থাও করা হচ্ছে। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মালেক জানান, মূলত ভারতে আটকে পড়া বাংলাদেশিদের জন্যই সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে। ভারতে ‘আটকে পড়া লোকজনদের যেদিন আনা হবে সেদিন থেকেই এটির কার্যক্রম শুরু হবে। তবে ঠিক কবে তাদের আনা হবে সেটি এখনো আমাদের জানানো হয়নি।

সর্বশেষ খবর