মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কাউকে অভুক্ত রেখে খাবার গ্রহণ করব না : ক্যাপ্টেন তাজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা মাঠে চেয়ারে বসানো হয় সবাইকে। এরপর পৌঁছে দেওয়া হয় প্রধানমন্ত্রীর উপহার। আর এতে খুশি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষেরা। এই ভিন্ন চিত্র ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা। রবিবার উপজেলার ১৩ ইউনিয়নের ১ হাজার ১৫ জনের হাতে তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর এই উপহার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.) এমপি উপস্থিত থেকে এই উপহার বিতরণ করেন। এভাবে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া উপজেলার উজানচর উচ্চ বিদ্যালয় মাঠ, ছয়ফুল্লাহকান্দি, ফরদাবাদ, রূপসদী ও ছলিমাবাদ ইউনিয়নে। এ সময় এবি তাজুল ইসলাম এলাকাবাসীর খোঁজখবর নেন। ক্যাপ্টেন তাজ বলেন, আমরা সবাই অদৃশ্য এক শত্রুর সঙ্গে যুদ্ধ করছি। কোনো অস্ত্র দিয়ে একে মোকাবিলা করা সম্ভব নয়। এর একমাত্র অস্ত্র সতর্কতা ও সচেতনতা। ঘরে থেকে সবাইকে এই শত্রুর মোকাবিলা করতে হবে। আর ঘরে থাকা অসহায় মানুষের খাদ্য নিশ্চয়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বাঞ্ছারামপুরের কাউকে অভুক্ত রেখে তিনি খাবার গ্রহণ করবেন না। তেজখালী, পাহাড়িয়াকান্দি, দরিয়াদৌলত, সোনারামপুর, দরিকান্দি, ছয়ফুল্লাকান্দি, আইয়ুবপুর, ফরদাবাদ, রূপসদী, ছলিমাবাদ, উজানচর, মানিকপুর ও বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের কর্মহীন মানুষের জন্য ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউএনও মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, পবিত্র চন্দ্র মন্ডল, সালাহ উদ্দিন চৌধুরী, খলিলুর রহমান টিপু প্রমুখ।  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, শহিদুল হক বাবুল, তফাজ্জল হোসেন, দরিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপন, দরিয়াদৌলত ইউনিয়ন চেয়ারম্যান শরিফুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া প্রমুখ।

সর্বশেষ খবর