মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

মিরপুরে দুটি কম্বাইন হার্ভেস্টার প্রদান

কুষ্টিয়ার মিরপুরে চলতি বোরো মৌসুমে ধান কাটার শ্রমিক সংকট নিরসনে কৃষক বিদ্যুৎ ও হানিফকে দুটি কম্বাইন হার্ভেস্টার দেওয়া হয়েছে। গতকাল বিকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে মেশিন দুটি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস।

-কুষ্টিয়া প্রতিনিধি

অসহায় নেতা-কর্মীদের পাশে স্বাধীন

করোনা মহামারীতে অসহায় নেতা-কর্মীদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন। দীর্ঘ সময় জেল, জুলুম, হয়রানিতে ঘরছাড়া বিএনপির নেতা-কর্মীদের বেশিরভাগ অসহায় জীবনযাপন করছেন। তারা কারও কাছে হাত পাততে লজ্জা পান। এসব নেতা-কর্মীর নীরব কান্নার কথা ভেবে এক সপ্তাহের খাবারের টাকা পৌঁছে দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন।

-নিজস্ব প্রতিবেদক, বগুড়া

গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক গাঁজা ব্যবসায়ীর এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালত এ দন্ড দেন। দন্ডিত বকুল হোসেন (৪০) উপজেলার বড়পুটিমারী গ্রামের আবদুল মান্নানের ছেলে। পুলিশ একটি গাঁজার গাছসহ সকালে তাকে আটক করে।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি

ট্রলিচাপায় নিহত

মানিকগঞ্জের দৌলতপুরে মালবাহী ট্রলিচাপায় আব্দুল কাদের বিল্টু (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সকাল ৬টার দিকে উপজেলার কালিবাড়ি এলাকায়  এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্টু মানিকগঞ্জ শহরের মৃত আবুল কাশেম হাবু মিয়ার ছেলে। -মানিকগঞ্জ প্রতিনিধি

মাদ্রাসার উদ্যোগে খাদ্যসহায়তা

কুমিল্লার মেঘনার সাতানী আশ্রাফ-উল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, কেন্দ্রীয় ইসলামী ঐক্য জোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাঈনের উদ্যোগে, করোনাভাইরাসের কর্মহীন অসচ্ছল দরিদ্র, সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। গতকাল সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে খাদ্য সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রতন সিকদার, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ প্রমুখ।

-দাউদকান্দি প্রতিনিধি

যুবকের লাশ উদ্ধার

গতকাল সকালে রাজবাড়ীর পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুুনের নিচ থেকে আশিক ফকির (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত আশিক গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বদর মৃধাপাড়া গ্রামের ইদ্রিস ফকিরের ছেলে। 

-রাজবাড়ী প্রতিনিধি

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন এমপি পুত্র 

কৃষকের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পিতার পথেই হাঁটলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দারের মেজো পুত্র সাইয়েদ বিন রাজিব। তিনি শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তার পিতা কৃষককে উৎসাহ দিতে প্রায়ই জমিতে ধান কাটেন, গভীর রাতে নিজ কাঁধে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেন। গতকাল শ্যামনগরের নকিপুর গ্রামের আবু রায়হান নামের এক কৃষকের এক বিঘা জমির ধান কেটে দেন এমপি পুত্রের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের নেতারা। এমপি পুত্রের এমন মানবিকতায় আবেগে আপ্লুত হয়ে পড়েন দরিদ্র কৃষক রায়হান।

-সাতক্ষীরা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর