বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ত্রাণ দাবিতে বিক্ষোভ অবস্থান ধর্মঘট

ঝিনাইদহ প্রতিনিধি

ত্রাণ দাবিতে বিক্ষোভ অবস্থান ধর্মঘট

বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন ভূমিহীন পরিবারের সদস্যরা -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের অভাব বেড়েই চলেছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গতকাল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে তিন শতাধিক ভূমিহীন পরিবার। তারা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ঝাউদিয়া আবাসন প্রকল্পে বসবাস করেন। ভূমিহীন পরিবারগুলোর দাবি, এখন পর্যন্ত তারা সরকারি কোনো ত্রাণ পাননি। করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুযায়ী কাজকর্ম বন্ধ করে তারা ঘরে বসে আছে। ত্রাণ না পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিলেও পরে ইউএনও সাইফুল ইসলামের আশ্বাসে তারা অবস্থান কর্মসূচি তুলে নেন। পৌরমেয়র কাজী আশরাফুল আজম বলেন, তিনি পৌরসভার জন্য ৪ টন চাল বরাদ্দ পেয়েছেন, যা বিতরণ করেছেন। আবাসন প্রকল্পের জন্য তিনি কোনো বরাদ্দ পাননি।

সর্বশেষ খবর