শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

অর্থ সংকটে নাটোর চিনিকল

নাটোর প্রতিনিধি

অর্থ সংকটে নাটোর চিনিকল

সাড়ে ১০ হাজার কৃষকের আখের ২৬ কোটি টাকা বকেয়া নাটোর চিনিকলে। পাশাপাশি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৯০০ শ্রমিক ও কর্মচারী-কর্মকর্তার ৩ মাসের বেতনের ৮ কোটি ৭০ লাখ টাকা পাওনা। দীর্ঘদিন বেতন না পেয়ে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা এবং পাওনা না পেয়ে আখচাষিরা মানবেতর জীবনযাপন করছে। জানা যায়, গত ২১ মার্চ চলতি বছরের মাড়াই মৌসুম শেষ হলেও নাটোর চিনিকলে কৃষকের ২৬ কোটি বকেয়া। এতে বিপাকে পড়েছেন আখ চাষনির্ভর কৃষকরা। খেতে আরেক মৌসুমের আখ বড় হয়ে উঠলেও টাকার অভাবে পরিচর্যা ও জমিতে সার দিতে পারছেন না। পাওনা টাকার জন্য প্রতিনিয়ত চিনিকল কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েও কাজ হচ্ছে না। কৃষকরা জানান, মিলে গেলে কাউকে পাওয়া যায় না। তিন মাস হলো আমাদের টাকা-পয়সা দেয় না। না পারছি জমিতে চাষ দিতে না পারছি সার দিতে। একই অবস্থা প্রায় ৯০০ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকের। ৩ মাসের বেতন না পেয়ে কষ্টে দিন কাটছে তাদের। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এএসএম জিয়াউল ফারুক জানান, কৃষকদের পাওনা, চিনিকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বেতন পরিশোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

পাওনা অর্থায়নের জন্য সদর দফতরেও জানানো হয়েছে।

২০১৯ সালের ১৬ নভেম্বর নাটোর চিনিকল আখ মাড়াই শুরু করে। গত ২১ মার্চ পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার ৬০০ মেট্রিক চিনি উৎপাদন করে। এর মধ্যে সাড়ে ৮ হাজার মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর