বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

পানির তোড়ে ক্রস ড্যামের পাশের বাঁধে ধস

দিনাজপুর প্রতিনিধি

পানির তোড়ে ক্রস ড্যামের পাশের বাঁধে ধস

পর্যটকদের দৃষ্টিনন্দন দিনাজপুরের নবাবগঞ্জের আশুড়ার বিলের ক্রস ড্যামের পূর্বদিকে কাঁচা মাটির বাঁধটি পানির তোড়ে ধসে গেছে। এতে বিলের পানিসহ দেশি প্রজাতির মাছ বের হয়ে যাচ্ছে বলে জানা গেছে। কয়েক দিনের টানা বর্ষণে গোটা আশুড়ার বিল পানিতে ভরে গেছে। ২০১৯ সালে বিএডিসির ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছোট আকারের ক্রস ড্যামটিতে পানির চাপ বাড়ে। এতে ক্রস ড্যামের পূর্বদিকে কাঁচা মাটির বাঁধটি পানির তোড়ে ধসে যায়। তবে এ অবস্থা জানতে পেরে গত সোমবার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বাঁধের জায়গা পরিদর্শন করেন এবং পুনর্সংস্কারের কাজ শুরু করেছেন বলে জানান তিনি।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, আশুড়ার বিলের ক্রস ড্যামের পূর্বদিকে কাঁচা মাটির বাঁধটি পানির তোড়ে ভেঙে গেছে। পানির প্রবাহটা বেশি থাকায় মাটি দিয়ে ওই স্থানটি ভরাটে সময় লাগবে। এটা সংস্কারের কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সামাজিক বনবিভাগের নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা মো. খাইরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, পর্যটকদের  দৃষ্টিনন্দন ও আকর্ষণ বাড়াতে আশুড়ার বিলে সারা বছর পানি রাখতে ২০১৯ সালে বিএডিসি নির্মাণ করে ১৮ লাখ টাকা ব্যয়ে ছোট আকারের ক্রস ড্যাম। নবাবগঞ্জের শেখ রাসেল জাতীয় উদ্যানের এ বিলে দৃষ্টিনন্দন একটি কাঠের সেতুও নির্মাণ করা হয়। এ ছাড়া এ বিলে  মৎস্য অভয় আশ্রম, দেশি প্রজাতির পাখির কিচিরমিচির আওয়াজ  পর্যাটকদের  আকৃষ্ট করতে বনের গাছে গাছে মাটির কলসি ব্যবহার করা হয়।

সর্বশেষ খবর