রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

করোনা চিকিৎসায় হতে পারে রোল মডেল কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স

টাঙ্গাইল প্রতিনিধি

করোনা চিকিৎসায় হতে পারে রোল মডেল কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স

সেফটি কারের ভিতর থেকে সংগ্রহ করা হচ্ছে নমুনা

টাঙ্গাইলের কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স করোনা চিকিৎসায় হতে পারে সারা দেশের জন্য রোলমডেল। করোনাকালে এই স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ ব্যবস্থা চালু হয়েছে। করোনা রোগীর সেবায় ‘ডক্টর সেফটি কার’ নামে একটি বিশেষ গাড়ি তৈরি করা হয়েছে। এ কারের মাধ্যমে ডাক্তার নিজের সুরক্ষা নিশ্চিত করে করোনা ওয়ার্ডে রাউন্ড দিতে পারবেন। গাড়িতে থাকা মাইক্রোফোনের মাধ্যমে রোগীর সঙ্গে কথা বলে ডাক্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আক্রান্ত রোগীকে স্পর্শ ছাড়াই চিকিৎসক সেবা দিতে পারবেন। কালিহাতী উপজেলা পরিষদের অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। গত বৃহস্পতিবার স্পেশালাইজড সেফটি কার উদ্বোধন করেন স্থানীয় এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী। কালিহাতীর ইউএনও শামীম আরা নিপা জানান, এ উপজেলায় প্রথম যে ব্যক্তি করোনা আক্রান্ত হন তিনি শনাক্ত হওয়ার আগে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এটা নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট চিকিৎসক-স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তখন স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এরপর সিদ্ধান্ত হয় কিভাবে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর সুরক্ষা নিশ্চিত করা যায়। অনেক ভাবনার পর এ ব্যবস্থা গ্রহণ করা হয়। আউটডোরে রোগী দেখার জন্য চার কক্ষবিশিষ্ট ডক্টর সেফটি চেম্বারের করা হয়। এর ভিতর থেকে মাইকে বাইরের রোগীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। করোনার নমুনা সংগ্রহের জন্য স্থানীয় ওয়ার্কশপে স্পেশালাইজড সেফটি কার তৈরি করা হয়েছে। এ গাড়ির ভিতর থেকে বাইরের রোগীর নমুনা সংগ্রহ করা হয়। দক্ষিণ কোরিয়া ও ভারতের চিকিৎসা ব্যবস্থার আদলে এ কার তৈরি করা হয়েছে। এ কারের মাধ্যমে দিনে ৫০ জনের নমুনা সংগ্রহ করা যাবে।

সর্বশেষ খবর