শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

এক পলক

মাছের ট্রাকে ইয়াবা

চাঁদপুরে মাছ পরিবহনের পিক-আপ ভ্যান থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ তিনজকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের যমুনা রোডে এই অভিযান চালায় নতুনবাজার ফাঁড়ির একটি দল। আটকরা হলেন চাঁদপুর শহরের মাসুদ সর্দার, হানিফ খাঁ ও হিজবুল্লাহ মাতাব্বর। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে যমুনা রোডে মাছবাহী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায়।

- চাঁদপুর প্রতিনিধি

সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা

করোনা সংক্রমণ ও বিস্তার রোধে মির্জাপুরে শুক্রবারের সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, টাঙ্গাইলের ১২ উপজেলার মধ্যে মির্জাপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪৫ জন। এ অবস্থায় স্থানীয় প্রশাসন শুক্রবার মির্জাপুরের কাঁচা বাজারসহ সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করে।

-টাঙ্গাইল প্রতিনিধি

নদীতে তরুণীর লাশ

গাজীপুরের কালীগঞ্জে বালু নদী থেকে অর্ধগলিত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৫ বছর বয়সের নিহত ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জের নাগরী ইউনিয়নের নগর ভেলা এলাকায় বালু নদীতে এক যুবতীর অর্ধ গলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা। -গাজীপুর প্রতিনিধি

সম্মুখ যোদ্ধাদের সম্মানে হাততালি

নেত্রকোনায় করোনাকালে সম্মুখ যোদ্ধাদের সম্মানে এক মিনিট হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন। শহরের মোক্তারপাড়া প্রেস ক্লাবের সামনে গতকাল জনউদ্যোগের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, পুলিশ, সাংবাদিকসহ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। পরে তার নেতৃত্বে সবাই একসঙ্গে তালি বাজিয়ে অভিনন্দন জানিয়ে যোদ্ধাদের উৎসাহিত করেন।

-নেত্রকোনা প্ররতিনিধি

১৪ গরু লুট

শ্রীপুর উপজেলায় বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামে ময়না ডেইরি ফার্মের ১৪টি গরু লুট হয়েছে। বুধবার রাত তিনটার দিকে ট্রাকযোগে গরুগুলো লুট করে। খামারের কর্তৃপক্ষ জানান, কমপক্ষে ১৫ জনের একদল সশস্ত্র ডাকাত সীমানা প্রাচীর টপকিয়ে খামারে ঢুকে। -শ্রীপুর প্রতিনিধি

অবৈধ বাঁধ অপসারণ

মাগুরা সদর উপজেলার কটাখালী খাল থেকে ১৩টি অবৈধ বাঁধ গতকাল অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে আদালত পরিচালনা করেন মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার।-মাগুরা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর