সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

রাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, পরদিন ভার্চুয়াল আদালতে জামিন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

গঙ্গাচড়ায় মন্দিরের নির্মাণাধীন প্রাচীর ভেঙে ফেলার অভিযোগে আলমবিদিতর ইউপি চেয়ারম্যানকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। গতকাল দুপুরে রংপুরের ভার্চুয়াল আদালতে জামিন পান তিনি।  পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার বিকালে বাড়াইপাড়া হরি ও দুর্গামন্দিরের সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধা দেন আলমবিদিতর ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাব। একপর্যায়ে তিনি নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলেন। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ করেন। পরিস্থিতি শান্ত করে রাত ৮টার দিকে চেয়ারম্যানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাতেই মামলা করেন।

গঙ্গাচড়া থানার ওসি জানান, মন্দিরের প্রাচীর ভাঙার অভিযোগে ইউপি চেয়ারম্যান আফতাবুজ্জামান আফতাবকে গ্রেফতার করা হয়। রবিবার ভার্চুয়াল আদালত থেকে জামিন পেয়েছেন তিনি।

সর্বশেষ খবর