রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

বাল্যবিয়ে বন্ধ তিনজনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আগৈলঝাড়া উপজেলার ঐচারমাঠ গ্রামে একটি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। বর ও বরের মাসহ তিনজনকে ছয় মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ইউএনও চৌধুরী রওশন ইসলামের ভ্রাম্যমাণ আদালত তাদের এই দন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন বর মৃদুল মল্লিক ও তার মা সরস্বতী মল্লিক এবং তাদের সহযোগী স্থানীয় মধুসুদন মল্লিকের ছেলে সুব্রত মল্লিক।  আগৈলঝাড়া থানার এসআই সুশান্ত কুমার জানান, গত শুক্রবার রাতে ঐচারমাঠ গ্রামের মৃদুল মল্লিকের সঙ্গে কালকিনি উপজেলার চরবাহাদুরপুর গ্রামের জগদীশ মন্ডলের মেয়ে নবম শ্রেণির ছাত্রী কেয়ার বিয়ের প্রস্তুতি চলছিল বরের বাড়িতে।

খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয় এবং তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশে।

সর্বশেষ খবর