রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

সাজানো মামলায় ফাঁসানোর অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফের হোয়াইক্যংয়ে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে সাজানো মামলায় আসামি করায় পুলিশের এক কর্মকর্তাসহ সংঘবদ্ধ একটি চক্রের সাতজনের বিরুদ্ধে মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ই-মেইল ও ডাকযোগে অভিযোগপত্রটি প্রেরণ করেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তেচ্ছি ব্রিজ এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী ব্যক্তির স্ত্রী আয়েশা আখতার। তার স্বামী শাহ আলম ওরফে মুল্লুক হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি বিগত ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডের সদস্য পদে (মেম্বার) প্রার্থী ছিলেন। শাহ আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় গত ১২ এপ্রিল মামলাটি করা হয়। আইজিপি বরাবরে প্রেরিত অভিযোগপত্রটি একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (অপরাধ), পুলিশের চট্টগ্রাম বিভাগের ডিআইজি, কক্সবাজার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার বরাবরও প্রেরণ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর