রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

বন্যার্ত মানুষকে ত্রাণ দিল সেনাবাহিনী

কুড়িগ্রাম প্রতিনিধি

বন্যার্ত মানুষকে ত্রাণ দিল সেনাবাহিনী

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন সেনা সদস্যরা -বাংলাদেশ প্রতিদিন

কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে শুরু থেকে সামাজিক দূরত্ব মেনে চলতে ও স্বাস্থ্যবিধি মানায় জনসচেতনতা বৃদ্ধিতে সেনাবাহিনী কাজ করে আসছে। এখন বন্যা পরিস্থিতিতেও জেলার বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে সেনাবাহিনী। গতকাল কুড়িগ্রাম সদর ও চিলমারী উপজেলায় তিন শতাধিক বন্যার্ত মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করে তারা। দুপুরে ধরলা ব্রীজ সংলগ্ন নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কের ওপর আশ্রয় নেওয়া অর্ধশতাধিক বন্যার্তকে খাদ্যসামগ্রী প্রদান করেন রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩০ পদাতিক ব্যাটালিয়নের ক্যাপ্টেন মিজান-উর-রশীদ ভূঁইয়া। এছাড়া চিলমারী উপজেলায় পাউবো ভবনে আশ্রয় নেওয়া আরও আড়াইশ বানভাসি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করে সেনাবাহিনী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট ইজাজ আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহবুবুল মোর্শেদ প্রমুখ। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, লবণ, তেল ও আলু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর