মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

স্কুলমাঠে বছরজুড়ে জলাবদ্ধতা সংস্কারের নামে লুটপাট

জহুরুল ইসলাম, কুষ্টিয়া

স্কুলমাঠে বছরজুড়ে জলাবদ্ধতা সংস্কারের নামে লুটপাট

থই থই করছে পানি। বাতাসের ঝাঁপটায় ঢেউ খেলছে মাঝেমধ্যে। না এটি জলাশয়ের দৃশ্য নয়, বিদ্যালয়ের খেলার মাঠ। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নে সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। মাঠটি অপেক্ষাকৃত নিচু এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এখানে বছরের প্রায় ৮ মাস মাঠটি ডুবে থাকে। সিংপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে তিনশ। তাদের খেলাধুলার জায়গা বলতে মাঠটিই সম্বল। শিক্ষার্থী ছাড়া আশপাশের মহল্লার বাচ্চারাও এই মাঠে খেলতে আসে। কিন্তু মাঠটি প্রায় সারা বছর ব্যবহারের অনুপযোগী থাকে। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। আর বর্ষাকালে তো কথাই নেই। দীর্ঘদিন জমে থাকা পানি পচে দুর্গন্ধ ছড়ায়। পচা পানি ডিঙিয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে যায়। স্থানীয়দের অভিযোগ প্রতি বছর খেলার মাঠ সংস্কারের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্টরা নামমাত্র কাজ করে অর্থ তুলে নেয়। ফলে মাঠের জলাবদ্ধতার সমস্যা আর দূর হয় না। সবশেষ ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (টি-আর) আওতায় খেলার মাঠ সংস্কারে ৪৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, স্কুলমাঠে মাটি ভরাটের জন্য ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় এমপির টি-আর বরাদ্দ এসেছিল। সেই টাকার কাজ হয়নি। কয়েক ট্রলি বালু নিয়ে এসে মাঠে ফেলেই কাজ শেষ করেছেন স্থানীয় জালাল মেম্বার। অভিযুক্ত জালাল মেম্বার বলেন, ‘আমি তাও কিছু কাজ করেছি। অনেকে তো কাজ না করেই টাকা তুলে নেয়।’ মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ^াস জানান, ‘বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত জলাবদ্ধতা দূরিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর