বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

২২ হাজার লিটার ডিজেল জব্দ পাঁচ পেট্রল পাম্প সিলগাল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনিয়মের অভিযোগে  পাঁচটি পেট্রল পাম্পে ২২ হাজার লিটার ডিজেল জব্দসহ সিলগালা করা হয়েছে এবং প্রত্যেকটি পেট্রল পাম্পকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বেলা ২টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। বাংলাদেশ পেট্রোলিয়াম আইনের ২০ ধারা মোতাবেক ওইসব পেট্রল পাম্পের মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং এসব পাম্পে থাকা ২২ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অভিযুক্ত পেট্রল পাম্পগুলো হলো শিমুলিয়া ঘাটের মেসার্স চুন্নু ট্রেডার্স ও ভাই ভাই ট্রেডার্স। এ ছাড়া কুমারভোগ এলাকার মেসার্স আক্তার এন্টারপ্রাইজ, বসুমতি এন্টারপ্রাইজ ও জলিল এন্টারপ্রাইজ। এ সব পাম্পে পেট্রোলিয়াম আইনানুযায়ী ৪টি সনদপত্র থাকার কথা থাকলেও এর কোনো বৈধ কাগজই ছিল না তাদের। জেলার এনএসআই  এর তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিলীপ কুমার রায়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন এনএসআই যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক মো. মফিজুল ইসলাম, উপ-পরিচালক মো. আরিফ হোসেন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার কবিরুল ইসলাম, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলমগীর হোসাইন প্রমুখ।

সর্বশেষ খবর