বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

মেঘনায় নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের জিডি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় চন্দনপুর এম এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মালেক আখন্দ জীবনের নিরাপত্তা চেয়ে মেঘনা থানায় সাধারণ ডায়েরি করেন। প্রধান শিক্ষক জানান, ফরিদ গাজী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় পর থেকে আ. মালেককে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগের জন্য চাপ দেন। তিনি সভাপতির কথা মতো পদত্যাগ না করায় কোনো কারণ ছাড়াই গত ১৩ জুন স্কুলের ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে। এ সাময়িক বরখাস্তের বিরুদ্ধে তিনি কোর্টে মামলা করলে স্কুলের সভাপতির নিকটাত্মীয় স্থানীয় শিবনগর গ্রামের খবির উদ্দিনের ছেলে মো. তপন চন্দনপুর বাজারের প্রধান শিক্ষককে গালমন্দ করে ও লাঞ্ছিত করে। প্রধান শিক্ষক বলেন, আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ বলেন, বিষয়টির তদন্ত চলছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি গতকাল বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। যার তদন্ত চলছে। কিছু তদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে।

সর্বশেষ খবর