বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

জেএসএস ও সংস্কারপন্থি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও এম এন লারমা দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে একজন গুলি বিদ্ধ হয়েছে। আহতের নাম সুজয় চাকমা (২৩)। গতকাল সকালে লংগদু উপজেলার পশ্চিম তিনটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লংগদু উপজেলার তিনটিলা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও এম এন লারমা গ্রুপ অর্থাৎ সংস্কারপন্থি দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এ সময় এম এন লারমা গ্রুপের কর্মী সুজয় চাকমা গুলিবিদ্ধ হন। খবর পেয়ে ঘটনা স্থলে যায় যৌথ বাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সশস্ত্র গ্রুপের সদস্যরা। পরে যৌথ বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ সুজয় চাকমাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহত সুজয় চাকমা উপজেলার দসরপাড়া গ্রামের বাসিন্দা রাঙ্গাধন চাকমার ছেলে। রাঙামাটি লংগদু উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ মোহাম্মদ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

সর্বশেষ খবর