বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

পুকুর ইজারায় অনিয়ম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় মাছচাষীদের নামে তিনটি পুকুর ইজারা নিয়ে সেখানে মাছচাষ করছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। ওই তিনটি পুকুরই সরকারি। সরকারি নিয়ম অনুযায়ী সাব ইজারা বা অন্য কাউকে মাছচাষের জন্য পুকুর বরাদ্দ দেওয়ার ক্ষমতা নেই ইজারা পাওয়া সমিতির। এ ঘটনায় ইজারা বাতিলের দাবি জানিয়ে এলাকাবাসীর পক্ষে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা-২০০৯ অনুযায়ী নিজেরা চাষাবাদ না করে মধ্যস্বত্বভোগীর কাছে সাব-ইজারা দিয়ে আইন ভঙ্গ করা হয়েছে। এতে ইজারা বাতিল ও জামানতের টাকা বাজেয়াপ্তের নিয়ম আছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ২৮ ফেব্রুয়ারি পুঠিয়া উপজেলার রাজপরগণার শিবচৌকি পুকুর, শ্যাম সাগর ও গোবিন্দ সাগর তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়। সরকারি হিসেবে পুকুরগুলো ইজারা দেখানো হয়েছে শিলমাড়িয়া ইউনিয়নের রাতোয়াল মহিলা বিত্তহীন সমবায় সমিতি, বিদিরপুর মৎস্যজীবী সমবায় সমিতি ও পুঠিয়া পাঁচআনী বাজার মৎস্যজীবী সমিতির নামে। কিন্তু সব পুকুরেই মাছচাষ করছেন আতিকুর রহমান। ইউএনও ওয়ালিউজ্জামান বলেন, ‘অভিযোগ সহকারী কমিশনার ভূমিকে তদন্তের জন্য বলা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর